শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

মধ্যরাতে দেশে আনা হচ্ছে সদ্য প্রয়াত সাহারা খাতুনকে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

সদ্য প্রয়াত বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ শুক্রবার (১০ জুলাই) রাত ১২টার দিকে ইউএস বাংলার একটি বিশেষ বিমানে দেশে নিয়ে আসা হবে। তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) থাইল্যান্ডের বাবরুনগ্রাড হাসপাতালে বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে বামুনগ্রাদ হাসপাতালে অ্যাডভোকেট সাহারা খাতুন মারা যান। গত সোমবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে।

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় ২ জুন সাহারা খাতুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে তাকে ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়।

এদিকে, সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকপ্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English