সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫ জন নিউজটি পড়েছেন

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে হত্যা ও ১৫ জন আহতের ঘটনায় সমাজসেবা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। গত মঙ্গলবার রাতে ই-মেইলে এ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু লাইছ।

তিনি জানান, ২৭ পৃষ্ঠার প্রতিবেদনে ঘটনার কারণ ও তারপর নেওয়া পদক্ষেপ যথাযথ ছিল কিনা, সে বিষয়ে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শিশু উন্নয়ন কেন্দ্রের দায়-দায়িত্ব নিরূপণে আটটি পর্যবেক্ষণ ও ১০টি সুপারিশ করা হয়েছে।

গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনে তিন বন্দি কিশোর নিহত এবং আরও ১৫ জন আহত হয়। এ ঘটনায় নিহত কিশোর পারভেজ হাসানের বাবা রোকা মিয়া যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলায় কেন্দ্রের পাঁচ কর্মকর্তাসহ তাদের অনুগত আরও আট বন্দি কিশোরকে আটক করা হয়। বরখাস্ত করা হয় কেন্দ্রের সহকারী পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে।

এ ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু লাইছকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি ও সমাজসেবা অধিদপ্তর অপর একটি তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তর আরও একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও গাফিলতির প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English