শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

মরিনহোর চোখ এখন ইউরোপা লিগে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ আসরের ফাইনাল খেলেছে টটেনহাম হটস্পার। অথচ এবার তারা শেষ আটেও নেই। আর অদূর ভবিষ্যৎ তো আরও করুণ। আগামী মৌসুম খেলার জন্য লিগে সেরা চারের মধ্যে থাকার যে শর্ত, সেটিই তারা এবার পূরণ করতে পারছে না।

বেগতিক এই পরিস্থিতিতে হোসে মরিনহো তাই প্রত্যাশার লাগাম টেনে এনেছেন নিচের দিকে। তার লক্ষ্য এখন ইউরোপের দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা ইউরোপা লিগে খেলা। যদিও সেটি থেকেও তার দল এখন দূরে। তবে আর্সেনালকে ২-১-এ হারানোর পর টটেনহামের পর্তুগিজ কোচ এখন আশাবাদী, তার দল ইউরোপার টিকিট কাটতে পারবে।

রোববার রাতে টটেনহামের মাঠে প্রথমে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ১৬তম মিনিটে গানারদের এগিয়ে দিয়েছিলেন অ্যালেক্স লাকাজেত। তবে দুই মিনিট বাদেই দলকে সমতায় নিয়ে আসেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউন মিন।

আর শেষ দিকে (৮০তম মিনিটে) স্বাগতিকদের জন্য তিন পয়েন্ট আনা গোল করে দেন অল্ডারউইল্ড। এ জয়ে ৩৫ ম্যাচশেষে ৫২ পয়েন্ট হলো টটেনহামের। পয়েন্ট টেবিলের অবস্থান দাঁড়িয়েছে আটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English