মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অপি করিম অভিনীত ‘মায়ার জঞ্জাল: ডেব্রি অব ডিজায়ার’ ছবির দুটি প্রদর্শনী হয়েছে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এ ছবি দেখানো হয়েছে উৎসবের ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে। বিশ্বের এমন একটি মর্যাদাপূর্ণ উৎসবে ছবির প্রদর্শনী হওয়াতে আনন্দিত ছবির পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী।
১ অক্টোবর শুরু হওয়া মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মায়ার জঞ্জাল’–এর দুটি প্রদর্শনীর একটি ৬ অক্টোবর ও সমাপনী দিন ৮ অক্টোবর দেখানো হয়। উৎসবের ৪২তম এ আসরে ছবি প্রদর্শনীর বিস্তারিত নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ছবিটির প্রযোজক বাংলাদেশের নির্মাতা জসীম আহমেদ।
মস্কো উৎসবের আগে চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগে অফিশিয়াল সিলেকশনের জন্য মনোনীত হয়েছিল ‘মায়ার জঞ্জাল’। এ ছবির মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দার জন্য কাজ করেন অপি করিম। ছবিটিতে তাঁর চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে তাঁর সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করেন সোমা। তাঁর স্বামী চাঁদু চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ঋত্বিক চক্রবর্তী।
১৪ বছর আগে অপি করিম ‘ব্যাচেলর’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরপর ‘মায়ার জঞ্জাল’ বা ‘ডেব্রি অব ডিজায়ার’ করতে সময় নিলেন ঠিক ১৪ বছর। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত এই ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল, বেশ কিছু আগে এক প্রশ্নের জবাবে অপি করিম বলেছিলেন, এত সময় নেওয়ার কারণ, যে ধরনের স্ক্রিপ্ট পেয়েছিলাম, ওসবে আমি কাজ করতে চাইনি। আরেকটা বিষয়, আমি যেহেতু চাকরি ও পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই অনেক প্রজেক্টের সঙ্গে সময় মেলেনি। এত বছর পর করার কারণ, ইন্দ্রনীল রায় চৌধুরী ও তাঁর ছবির গল্প। এই পরিচালকের ফড়িং–এর অসম্ভব ভক্ত। তাঁর ভালোবাসার শহরও ভীষণ ভালো লাগার। এ রকম একজন পরিচালকের সঙ্গে কাজ করতে তো ইচ্ছা করবেই। কাজের অভিজ্ঞতা এভাবেই বলতে চাই, ছবিটা কাজ করার ক্ষুধা বাড়িয়ে দিয়েছে। এখন মনে হয়, আমি সিনেমা করতে চাই।
ইন্দ্রনীল রায়চৌধুরী মস্কো উৎসবে ছবিটির প্রদর্শনী প্রসঙ্গে বলেন, উৎসবে নির্বাচিত হওয়ার বিষয়টি আশীর্বাদের মতো। এটি সেই অর্থে মূলধারার ছবি নয়। তাই এ ধরনের ছবির সব সময় সাপোর্ট লাগে, তা না হলে বাজারজাত করতে অসুবিধা হয়, হল পেতেও অসুবিধা হয়। এ ধরনের উৎসবে জায়গা পেলে পরিচালক ও প্রযোজকদের একটা বড় সাপোর্ট তৈরি হয়।