মহলয়ার দুর্গা সেজে তোপের মুখে পড়েছেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। এ ঘটনায় খুনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন এ পশ্চিমবঙ্গের জনপ্রিয় এ অভিনেত্রী। এ থেকে মুক্তি পেতে নিজের শুটিংয়ের সময় অতিরিক্ত নিরাপত্তার আবেদন করেছেন তিনি।
হাতে ত্রিশূল। নাকে বড় নথ। জমকালো লাল শাড়িতে মা দুর্গার শক্তিকে এক ভিডিও শুটের মাধ্যমে তুলে ধরেছিলেন নুসরাত। নেটাগরিকদের একাংশ যেমন তার প্রশংশায় পঞ্চমুখ, তেমনই আর এক অংশ ‘নুসরত জাহান’–এর দুর্গা সাজ নিয়ে তীব্র আপত্তি তুলেছেন। মুসলিম হয়ে মা দুর্গা সাজায় একদল কট্টরপন্থী তাকে খুনের হুমকিও দিতে শুরু করে বলে জানান নুসরাত।
তারা কমেন্ট বক্সে লেখে, ‘তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আল্লাকে ভয় করো। নিজের শরীর ঢেকে রাখতে পারো না? ছিঃ ছিঃ।’ এরপরই তাই লন্ডনে শুটিং করতে গিয়ে খানিকটা চিন্তিত হয়ে পড়েন তিনি।
ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রের কাছে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। পররাষ্ট্রমন্ত্রণালয়কেও গোটা বিষয়টি জানিয়েছেন তিনি। বিদেশে যাতে শুটিং করতে গিয়ে কোনও সমস্যায় না পড়তে হয়, সেই কারণেই আবেদন জানান নুসরাত। শোনা যাচ্ছে, তার অনুরোধের ভিত্তিতে লন্ডনের ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলছে নয়াদিল্লি। তাই অভিনেত্রীর চিন্তার কোনও কারণ নেই। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি নুসরাত।
সম্প্রতি ‘এসওএস কলকাতা’র শুটিং সম্পন্ন করেছেন নুসরতা। নুসরাত ছাড়াও এতে আরও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, গৌরব চক্রবর্তী।