ঝিনাইদহের মহেশপুরে রবিবার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভুয়া ডাক্তারসহ ৪টি প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনা ও জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বাজার তদারকি করা হয়।
ঝিনাইদহ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, উপজেলার পুড়াপাড়া বাজারে সজীব মেডিকেলের মালিক আলাউদ্দিন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চেম্বার বন্ধ করে দেওয়া হয়। একই দিনে বেলেমাঠ বাজারে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে সোহানা কসমেটিকসকে ৭হাজার, আন্দুলিয়া কসমেটিকসকে ৫ হাজার ও উৎসব কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।