দরজায় কড়া নাড়ছে ঈদ উল আযহা। করোনার কারণে বন্ধ দেশের খেলাধুলা। বিভিন্ন দেশের ফুটবল, ক্রিকেট, টেনিস মাঠে গড়লেও আমাদের দেশে করোনায় মৃত্যুর হার বেড়ে যাওয়ায় মাঠে খেলাধুলা গড়ায়নি। ১৯ জুলাই থেকে ক্রিকেটাররা দেশের চারটি ভেন্যুতে ব্যক্তিগতভাবে অনুশীলনের অনুমতি পেয়েছে। অনুমতি পাওয়ার পর মাঠে নেমেছেন ১১ ক্রিকেটার।মিরপুর স্টেডিয়ামে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন শফিউল ইসলাম মোহাম্মদ মিঠুন ইমরুল কায়েস মুশফিকুর রহিম মেহেদি হাসান রানা ও তাসকিন আহমেদ।
শনিবার (২৫ জুলাই) সকালে শফিউল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান রানার ব্যক্তিগত অনুশীলন করার কথা। মিরপুর স্টেডিয়ামে খেলা কিংবা অন্য কোন প্রোগ্রাম থাকলে দর্শক এবং মিডিয়াকর্মীদের ভিড় লেগে থাকে। করোনার কারণে মাঠে দর্শক প্রবেশ না করলে ও মিরপুরে খেলোয়ারদের ব্যক্তিগত অনুশীলনের নিউজ কভার করতে বেশ কয়েকজন মিডিয়াকর্মী সকাল থেকে খেলোয়ারদের অপেক্ষায় রয়েছেন। ভোর সকাল থেকে মাঠকর্মীরা মাঠ প্রস্তুত করে খেলোয়াড়দের অপেক্ষায় রয়েছেন। সবার প্রত্যাশা করুনার সংকট কাটিয়ে সবকিছু স্বাভাবিক হবে আবার মাঠে প্রবেশ করবে দর্শক, চারদিকে ফিরে আসবেন প্রাণ।