প্রশ্ন : যদি কেউ মানতের রোজার সঙ্গে নফল রোজার নিয়ত করে তাহলে তার রোজা আদায় হবে?
হামিদুর রহমান, মুক্তাগাছা, ময়মনসিংহ
উত্তর : মানতের রোজার নিয়তের সঙ্গে নফল রোজার নিয়ত করলে মানতের রোজা আদায় হবে। (হিন্দিয়া : ১/১৯৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৭/৩৯৩)