মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুড়ি এলাকায় ভিলেজ লাইন পরিবহনের একটি বাসের চাপায় আমিনুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘিওর-আঞ্চলিক সড়কের বানিয়াজুড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর রহমান জেলার দৌলতপুর উপজেলার উত্তরা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
ঘিওর থানার অফিসার্স ইনচার্জ আশরাফুল আলম জানান, সকালে ওই এলাকায় দৌলতপুরমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আমিনুর রহমান মারা যায়। এসময় আহত হয় তার ছেলে ইয়াসিন খান নয়ন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।