সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর ব্যাপক ক্ষতি করছেন ট্রাম্প: বাইডেন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হাতে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর চরম ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাইডেন বলেছেন, তার দল প্রতিরক্ষা বিভাগসহ অন্য যারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না

জানা গেছে, ২০২১ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন। তবে এখন পর্যন্ত গত নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প।

৩ নভেম্বরের নির্বাচনের চার সপ্তাহ পর বাইডেনকে গোয়েন্দা তথ্য দেওয়া আটকে দেওয়া হয়েছে। অথচ প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের অংশ হিসেবেই এসব তথ্য পাওয়ার কথা জো বাইডেনের।

বাইডেনের বক্তব্যের পর ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার বলেন, পেশাদারিত্ব টিকিয়ে রাখার জন্য ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সহায়তার জন্য কর্মকর্তারা চেষ্টা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English