সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

মালিতে সেনাচৌকিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

আফ্রিকার দেশ মালিতে দুটি সেনাচৌকিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩ সেনাসদস্যসহ ২৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

সেনাবাহিনী জানায়, মপতি অঞ্চলে সোকউরা ও প্যারউকৌ সেনাচৌকিতে অতর্কিতে হামলা চালায় অজ্ঞাত বন্দুধারীরা।

দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সোকউরায় ৯ ও প্যারউকৌ চৌকিতে ২ সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পরই সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী।

এতে কমপক্ষে ১৩ সন্ত্রাসী প্রাণ হারিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে।

২০১২ সাল থেকে মালিতে সেনাসদস্যদের সঙ্গে আল কায়েদার মদদপুষ্ট স্থানীয় একটি উগ্রপন্থী সংগঠনের সংঘাত চলে আসছে। এতে কয়েক হাজার সেনাসদস্য ও বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।

গত বছরই এসব হামলায় ৪৫৬ বেসামরিক লোক নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English