ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মাস্ক না পরলে অভিনব শাস্তির ব্যবস্থা করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ মাস্ক পরার বিধান কার্যকর করতে অমান্যকারীদের কফিনে শোয়াচ্ছে এবং তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে বাধ্য করছে।
দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কালিসারি জেলার মাস্ক না পরাদের কফিনে শুইয়ে ১০০ পর্যন্ত গুণতে বলা হচ্ছে। এ সময় পথচারীরা তাদের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে।
ইস্ট জাকার্তা পাবলিক অর্ডার এজেন্সি প্রধান বুধি নোভাইন প্রতিবেদনে বলেছেন, ‘কোভিড ১৯ এর ঝুঁকি নিয়ে ঘুরাফেরা করা আর কফিনে শুয়ে থাকা সমান কথা।’