পস্থাপক, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার কোলে আসছে নতুন অতিথি। প্রথমবার মা হচ্ছেন তিনি। খুশির খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত নায়িকা।
বেবি বাম্পসহ ছবি প্রকাশ করেছেন নাবিলা। সঙ্গে রয়েছেন তার স্বামী জোবাইদুল হক রিম। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এপ্রিল আমার এবং পরিবারের জন্য বিশেষ মাস। এই অসাধারণ এপ্রিল মাসেই খুশির খবরটি সবার সঙ্গে শেয়ার করছি। জুলাই মাসে আমাদের জীবনে নতুন ভালোবাসার আগমন ঘটবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
সন্তান আগমনের খবরের পাশাপাশি নাবিলা সবাইকে করোনা সচেতনতার বার্তাও দেন। লেখেন, ‘সবাই সাবধানে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।’
সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে ২০১৮ সালে তারা গাঁটছড়া বাঁধেন।
উল্লেখ্য, ২০০০ সালে সৌদি আরব থেকে ঢাকায় একেবারে চলে আসেন নাবিলা। রাজধানীর এক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। পাশাপাশি বাংলাভিশনে ‘এবং ক্লাসের বাইরে’ দিয়ে উপস্থাপনায় নাম লেখান। আরজে হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি।
২০১৬ সালে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’র মাধ্যমে অভিষেক নায়িকা হয় নাবিলার। সিনেমাটির জন্য সেরা অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারও ঘরে তোলেন তিনি। এরপর অবশ্য আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।