রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

মিমের জীবনে বিশেষ দিন আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের জন্মদিন আজ। জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

২০০৭ সালে তিনি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এর মুকুট জয় করে শোবিজে পথচলা শুরু করেন এ সুদর্শনী। নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় তিনি অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

১৯৯২ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন মিম। সবসময়ই তিনি পরিবারের সঙ্গে জন্মদিন পালন করেন। থাকে কিছু অনুষ্ঠান পার্টি। তবে এবার করোনার কারণে ঘরেই হচ্ছে জন্মদিন।

এবারের জন্মদিন প্রসঙ্গে মিম বলেন, ‘প্রতি বছরই আমার জন্মদিনের প্রথম প্রহর শুরু হয় বাবা, মা আর আমার আদরের ছোট বোন মমির সঙ্গে কেক কেটে। সেই সঙ্গে কিছু প্রিয় মানুষকে নিয়ে আমার দিনটি ঘরোয়াভাবেই পালন করা হয়ে থাকে। এবারও সেটিই হয়েছে।’

তিনি বলেন, সবার কাছে দোয়া চাই। যেন সুস্থ থাকি। ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন’-যোগ করেন মিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English