বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

মিরসরাইয়ে ১৮ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৭০ জন নিউজটি পড়েছেন
মিরসরাইয়ে ১৮ রোহিঙ্গা আটক

মিরসরাইয়ে আবারও ১৮ মিয়ানমার নাগরিক রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল রোববার ভোর রাত ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সুপার ডাইকের দক্ষিণ পাশ থেকে ১৮ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় আরও ৫ রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করে। পরে তারা পার্শ্ববর্তী উপকূল বনে পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য অভিযান এখনো চলমান।

সুপার ডাইকের দক্ষিণ পাশ থেকে আটককৃত রোহিঙ্গারা হলো মো. আলী উল্লাহ (২৫), নজুমা বেগম (২০), আবদুর রশীদ (৩০), আবদুল মজিদ (২১), সামিরা (১৯), মনসুর আলম (২৮), ছলিমা বেগম (২৬), মর্জিনা আক্তার (২২), রোকেয়া আক্তার (২১), আছমিদা (১৯), উম্মে হাবিবা (২১), সামছুননাহার (৩), ইমরান খান (৮), হামিদা বেগম (৭), মোশারাফা বেগম (৬), সামিয়া বেগম (২), মুনতাহা সুলতানা রিনা (৬), আবদুল রহমান (২)।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ জামান বলেন, ভোরে রোহিঙ্গারা সাগর পথে ট্রলারে করে ভাসান চর থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডুকে পড়ে। পরবর্তীতে তারা সুপার ডাইক পার হয়ে বের হয়ে যাওয়ার সময় আনসার সদস্যরা তাদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা (নং-০৮) দায়ের করা হয়েছে। তারা ভাসানচর থেকে কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলো বলে জানা গেছে।

এর আগে গত ২২ জুন ভাসানচর থেকে পালিয়ে আসা ১৪ জন ও ৩০ মে ৩ দালালসহ ১০ রোহিঙ্গাকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English