বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে উদ্ধার হওয়া বৃদ্ধের মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম আলাউদ্দিন কাজী (৫৫)। সে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মৃত আব্দুর রহমান কাজীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে বুধবার সকালে নিহতের পরিবারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, ষ্ট্রোক করার কারনে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো নিহত বৃদ্ধ আলাউদ্দিন। সোমবার (৭ জুন) রাজাধানী ঢাকা যাওয়ার জন্য বানারীপাড়া গ্রামের বাড়ি থেকে বের হয় সে। পরবর্তীতে মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।