বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

মিশু ও জিসানকে ৪০ দিনের রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৫ জন নিউজটি পড়েছেন
সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার শরফুল হাসান ওরফে মিশু হাসান (৩১) ও তাঁর সহযোগী মো. মাসুদুল ইসলাম ওরফে জিসানকে (৩৯) পৃথক ৪টি মামলায় ১০ দিন করে ৪০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই দুই আসামিকে হাজির করে ভাটারা থানা–পুলিশ এ রিমান্ড আবেদন করে।

আদালতসংশ্লিষ্ট সূত্র বলছে, এই চার মামলায় রিমান্ডে নেয়ার আবেদনের ওপর আজ বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার দুজন ফারিয়া মাহবুব পিয়াসা চক্রের সদস্য।

গত মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে অস্ত্র, জাল টাকা, মাদক এবং অশ্লীল ভিডিওসহ তাঁদের গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়।

মামলাগুলো করা হয়েছে বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে।

গ্রেপ্তারের পর র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, শরফুল হাসান ওরফে মিশু হাসান ও তাঁর সহযোগী মো. মাসুদুল ইসলাম ওরফে জিসান একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রের সদস্য প্রায় ১০ থেকে ১২ জন। তাঁরা রাজধানীর বিভিন্ন আভিজাত এলাকা বিশেষ করে গুলশান, বারিধারা, বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবনসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করে থাকেন। ওই সব পার্টিতে তাঁরা অংশগ্রহণকারীদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ পেয়ে থাকেন। অংশগ্রহণকারীরা উচ্চবিত্ত পরিবারের সদস্য। প্রতিটি পার্টিতে ১৫-২০ জন অংশগ্রহণ করতেন। এ ছাড়া বিদেশেও প্লেজার ট্রিপের আয়োজন করতেন। একইভাবে উচ্চবিত্তের প্রবাসীদের জন্যও দুবাই, ইউরোপ ও আমেরিকায় এ ধরনের পার্টি আয়োজন করতেন। তাঁরা ক্লায়েন্টদের গোপন ছবি ধারণ করে অপব্যবহার করতেন বলে জিজ্ঞাসাবাদে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English