বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজার লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
পুঁজিবাজার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়। শুক্র ও শনিবার বন্ধ থাকার পর রোববারও বন্ধ ছিল জাতীয় শোক দিবস উপলক্ষ্যে। তাই আজ সপ্তাহের প্রথম কার্যদিবস।

এদিন বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৭১৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৬১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৪২৯ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৮টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৪৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English