রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

মিয়ানমারের সীমান্তে বিমান হামলা, তিন হাজার অধিবাসীর থাইল্যান্ডে আশ্রয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩২ জন নিউজটি পড়েছেন
মিয়ানমারের সীমান্তে বিমান হামলা, তিন হাজার অধিবাসীর থাইল্যান্ডে আশ্রয়

থাইল্যান্ড সীমান্তবর্তী মিয়ানমারের মুতরাউ জেলার কারেন রাজ্যে গৃহহীনদের একটি আশ্রয় কেন্দ্রসহ কমপক্ষে পাঁচটি এলাকায় সামরিক বিমান হামলা চালানো হয়েছে। হামলায় তিন হাজারের বেশি অধিবাসী পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন।

রবিবার (২৮ মার্চ) থাই পিবিএস-র খবরে বলা হয়, মিয়ানমারের প্রায় তিন হাজার শরণার্থী থাইল্যান্ড পৌঁছেছেন।

২৭ মার্চের রাতের এই হামলায় কেএনইউ নিয়ন্ত্রণাধীন একটি গ্রামের ‍অন্তত তিনজন সাধারণ নাগরিকও নিহত হয়েছেন। একটি সশস্ত্রগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয়। কারেন উইম্যান্স অর্গানাইজেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে তিন হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে জঙ্গলে লুকিয়ে আছে। তারা সীমান্ত অতিক্রম করে শরণার্থী হিসেবে থাইল্যান্ডে আশ্রয় নিতে চায়।
বিমান হামলায় আদিবাসী সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) দুই যোদ্ধা নিহত হয়েছেন। স্থানীয় ত্রাণ সংস্থা ‘ফ্রি বার্মা রেঞ্জার্স’ এর প্রতিষ্ঠাতা ডেভিড ইউবাঙ্ক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা গত দুই দশকের বেশি সময় ধরে এখানে বিমান হামলার আওয়াজ পাইনি। রাশিয়া এবং চীনের সহযোগিতায় বার্মার (মিয়ানমার) সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং এটা খুবই প্রাণঘাতী।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English