রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে গুলিবর্ষণ, নিহত আরো ৫

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪১ জন নিউজটি পড়েছেন
মিয়ানমারে বাড়ছে জরুরি অবস্থার সময়সীমা

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

শনিবার মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম নগরী মান্দালয়ে জান্তাবিরোধী প্রতিবাদ ও গ্রেফতার করা ব্যক্তিদের মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা জড়ো হলে পুলিশের গুলিতে দুজন নিহতসহ বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া দেশটির মধ্যাঞ্চলীয় পিয়ায়ি শহরে একজনের মৃত্যু হয় এবং গতকাল শুক্রবার রাতে বৃহত্তম শহর ইয়াঙ্গুনের থারকেটায় পুলিশ স্টেশনের বাইরে গুলিবর্ষণে দুজনের মৃত্যুর ঘটনা ঘটে।

১৯৮৮ সালে সরকারবিরোধী বিক্ষোভে নিহত এক ছাত্রের মৃত্যুবার্ষিকী ঘিরে যখন জোরালো প্রতিবাদের ডাক দেয়া হয়েছে, তখন নতুন করে এই প্রাণহানির খবর এসেছে।

উল্লেখ্য, সাধারণ নির্বাচনের পর এনএলডি পার্টি বিপুল ব্যবধানে জয় পাওয়ার পর গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এর আগে ১৯৮৮ এবং ২০০৭ সালে দেশটির কয়েক দশকব্যাপী সামরিক শাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে অনেক মানুষ প্রাণ হারিয়েছিল।

১৯৮৮ সালের বিক্ষোভে কমপক্ষে ৩ হাজার বিক্ষোভকারী মারা যায়, আর ২০০৭ সালে মারা গিয়েছিলেন ৩০ জন। দুই ঘটনাতেই হাজার হাজার মানুষকে কারাগারে পাঠানো হয়েছিল।

সামরিক বাহিনী বিরোধী একটি দলকে সমর্থন দিচ্ছে, যারা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে। পার্লামেন্টের নতুন অধিবেশন শুরু হওয়ার আগে আগে সেনা অভ্যুত্থানের এ ঘটনাটি ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English