রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

মিয়ানমারে প্রায় পাঁচশ আটক, বিক্ষোভ অব্যাহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১ জন নিউজটি পড়েছেন

মিয়ানমারে সামরিক অভ্যত্থানের ঘটনায় কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন সে দেশের ছাত্র-শিক্ষক থেকে শুরু করে শ্রমিক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের জনগণ। অন্যদিকে সামরিক বাহিনী সাঁজোয়া গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সামরিক নেতাদের নির্দেশে ধরপাকড়ও চলছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক অভ্যুত্থানের পর গতকাল বুধবার পর্যন্ত প্রায় পাঁচশ জনকে আটক করা হয়েছে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে ইন্ধন যোগানোর অভিযোগে গতকাল সে দেশের ছয়জন সেলিব্রিটির বিরুদ্ধে আটক করার পরোয়ানা জারি করে জান্তা সরকার।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বৃহস্পতিবার হাজার হাজার বিক্ষোভকারী ইয়াঙ্গুন শহরের ব্যস্ত স্থানে বিশ্ববিদ্যালয়ের পাশে জমায়েত হয়েছেন। শহরের আরেক অংশে ছাত্রদেরও একত্রিত হওয়ার কথা।

জানা গেছে, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। আজ বৃহস্পতিবার ধীর গতিতে রাস্তায় গাড়ি চালিয়ে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English