নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও মুক্তিযোদ্ধাদের সম্মান করে না। তারা দেশের সাতজন বীরশ্রেষ্ঠের কথা বলে না। আসলে তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে। ক্ষমতায় থাকার জন্য একে ব্যবহার করছে।’
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব অভিযোগ করেন তিনি। রাজধানীর গোপীবাগে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের অর্থনীতি, রাজনীতি, গণতন্ত্র কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। বিরোধী রাজনীতিকে দমন করতে আওয়ামী লীগ নিষ্ঠুর পদ্ধতি অবলম্বন করেছে। হাজার হাজার গুম, খুন করে ক্ষমতায় টিকে রয়েছে। কিন্তু এভাবে বেশিদিন তারা ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ জেগে উঠছে। তাদের বিচার অবশ্যই হবে।’
অনুষ্ঠানে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বলেন, আওয়ামী লীগ নেতারা পরশ্রীকাতর হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
মিলাদ মাহফিলের আয়োজক বিএনপির কূটনৈতিক উইংয়ের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান দিতে যা যা করা দরকার, তা তিনি করবেন।