হঠাৎ করে শরীর খারাপ লাগায় হাসপাতালে ছুটে যান এক নারী। নানা পরীক্ষার পর চিকিৎসকরা রীতিমতো হতবাক হয়ে যান। কারণ তারা ওই নারীর শরীরের ভেতরে একটি সাপের অস্তিত্ব খুঁজে পান। পরে ওই নারীকে অচেতন করে সাপটি বের করা হয় তার শরীর থেকে।
বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে রাশিয়ার দাগেস্তানের লেভাসি গ্রামে। ডেইলি মেলের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ওই নারী তার বাড়ির আঙিনায় ঘুমাচ্ছিলেন। এ সময় ৪ ফুট আকৃতির একটি সাপ যেকোন ভাবে তার মুখের ভেতরে ঢুকে যায়। যদিও তিনি তা ঘুণাক্ষরেও টের পাননি। কিন্তু ঘুম থেকে ওঠার পর ওই নারী শরীর খারাপ অনুভব করেন। তখনই হাসপাতালে ছোটেন তিনি। চিকিৎসকরা পরীক্ষা করার পর বুঝতে পারেন তার পেটে কিছু একটা আছে। পরে ওই নারীকে অচেতন করে তার মুখের ভেতর থেকে একটা সাপ বের করেন তারা। মানুষের শরীর থেকে সাপ বের করার এমন দৃশ্যে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত চিকিৎসাকর্মীরা। তবে সাপটি জীবিত ছিল না মৃত ছিল তা জানা যায়নি।
ওই নারীর মুখ থেকে সাপ বের করার ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরাও বিস্মিত হয়েছেন এমন ঘটনায়। কেউ কেউ আবার এ ঘটনায় চিকিৎসকদের প্রশংসাও করেছেন।