মুন্সীগঞ্জের গজারিয়ায় বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকগণ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শ্রমিকরা আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে তারা মিলের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।
আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকরা বেতন পাচ্ছে না। অনেক সময় ২ থেকে ৩ মাস পর পর তারা এক মাসের বেতন পান, এছাড়াও গত প্রায় ১৫ মাস ধরে ওভারটাইমের মজুরির টাকাও দেয়া হচ্ছে না তাদের। এমতাবস্থায় নির্ধারিত সময়ে বেতন- বোনাস এবং ওভারটাইমের মজুরির দাবিতে পথে নেমেছেন তারা।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন জানান, মহাসড়কে শ্রমিকদের অবরোধের কারণে ১০ মিনিটের যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়। কর্তৃপক্ষ তাদের ৫টি দাবির মধ্যে ৪টি মেনে নেয়ার পর তারা অবরোধ তুলে নিয়েছে।
এদিকে দুপুর তিনটায় মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে শ্রমিকদের সাথে কথা বলতে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান। এ সময় তিনি শ্রমিকদের দাবিগুলো লিখিত আকারে মালিকপক্ষের কাছে পেশ করতে বলেন। আন্দোলন সাময়িক বন্ধ রেখে মালিকপক্ষের সিদ্ধান্তের ওপর আস্থা রাখতে বলেন তিনি।