প্রশ্ন : মৃত ব্যক্তিকে গোসল দিয়ে টাকা নেওয়া কি জায়েজ?
উত্তর : মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, তার দাফন-কাফন ও জানাজা পড়া মুসলমান হিসেবে অপর মুসলিম ভাইয়ের ঈমানি দায়িত্ব ও বড়ই সওয়াবের কাজ। তাই অন্য কেউ গোসল দেওয়ার মতো না থাকলে এমন কাজের বিনিময় গ্রহণ করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ। কেননা তখন ব্যক্তির জন্য গোসল দেওয়া আবশ্যক হয়ে যায়। পক্ষান্তরে একাধিক ব্যক্তি গোসল দেওয়ার মতো থাকলে তার বিনিময় গ্রহণ বৈধ হলেও অপছন্দনীয়। (আদ্দুররুল মুখতার : ২/১৯৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/১১৮)