কোভিড–১৯ মহামারি জীবন আর মৃত্যুকে এককাতারে শামিল করেছে। ২০২০ সালে সবচেয়ে সাহসী মানুষটি সামান্য জ্বরেও বিচলিত হয়েছেন। জীবনের উচ্ছ্বাসে মত্ত প্রবল প্রাণময় মানুষটিও মৃত্যুকে তাঁর নিকটে বসে থাকতে দেখেছেন।
এমন একটা বছর কাটিয়েছি, যে বছরে গোল হয়ে গানের আসরে বসিনি, খেলার মাঠে উত্তেজনায় কাঁপিনি, প্রতিবাদ–প্রতিরোধে মানববন্ধনে দাঁড়াইনি, বড় নেতার জন্মদিনে সহস্র হস্তে করতালি দিয়ে হ্যাপি বার্থডে গান গাইনি, ভোট দিতে যাইনি, ফুল দিতে যাইনি, বিয়ে খেতে যাইনি, বন্ধুর বিবাহবার্ষিকীর দাওয়াত পাইনি, হাসপাতালে গিয়ে অসুস্থ একাকী বাবাকে দেখার সুযোগ পাইনি, কোয়ারেন্টিনের কারণে ঘনিষ্ঠ স্বজনের শেষযাত্রায় যেতে পারিনি।
সামাজিক দূরত্বায়ন সব সামাজিকতায় যেন সাত ইঞ্চি গাঁথুনির শক্ত দেয়াল দিয়েছে। দেয়ালের ও পাশে ঘাপটি মেরে বসে আছে মৃত্যু। আমরা তাই গত বছর পারতপক্ষে এই দেয়াল টপকাইনি।
প্রকৃতপক্ষে মৃত্যু কিন্তু চিরকালই আমাদের এত কাছাকাছি ছিল। আমরা তাকে দেখেও দেখিনি, আমরা তাতে ফিরেও তাকাইনি। ২০২০ সাল মৃত্যু নামের এই সত্যকে যেন নতুন করে চিনিয়ে গেল, শিখিয়ে গেল।
২০২০ সালের এই ঋণ শোধ হওয়ার নয়।