সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

মেট্রোরেল প্রকল্পে ৩৪৩ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৫১ জন নিউজটি পড়েছেন
মেট্রোরেল প্রকল্পে ৩৪৩ জন করোনায় আক্রান্ত

ঢাকা মেট্রোরেল প্রকল্পের ৩৪৩জন কর্মকর্তা কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেশি-বিদেশি প্রকৌশলীরাও রয়েছেন। মেট্রোরেল প্রকল্পের দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার অনলাইন মাধ্যমে এক সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান। তিনি জানান, সম্প্রতি ছয়জন বিদেশি প্রকৌশলী করোনায় আক্রান্ত হয়েছেন। মেট্রোরেল প্রকল্পে কর্মরত সব বিদেশি প্রকৌশলীকে আগামী ১৭ই মার্চ থেকে টিকা দেয়া শুরু হবে।

মেট্রোরেলে কাজের অগ্রগতি তিনি এম এ এন সিদ্দিক বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন মেট্রোরেলের কাজের ৫৮ দশমিক ৭২ শতাংশ অগ্রগতি হয়েছে। অগ্রগতি ৮১ দশমিক ৪২ শতাংশ হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও অংশে। এই অংশের ১১ দশমিক ৭৩ কিলোমিটারের পুরোটাতেই উড়ালপথের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এখন রেললাইন বসানোসহ অন্যান্য কাজ চলছে।

তিনি বলেন, আগামী ২৩শে এপ্রিল মেট্রোরেলের প্রথম ট্রেন আসার কথা রয়েছে।
ট্রেন এলেই পরীক্ষামূলক চলাচল শুরু হবে। এরপর সরকারের সঙ্গে আলোচনা করে যাত্রী পরিবহনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ডিএমটিসিএল সূত্র জানায়, করোনা শুরুর আগে মেট্রোরেল প্রকল্পে প্রায় ১০ হাজার লোক কাজ করে। করোনার কারণে ২০২০ সালের এপ্রিল ও মে মাসে মেট্রোরেলের কাজ বন্ধ থাকে। পরে কাজ শুরু হলেও অনেক বিদেশি কর্মী তাদের দেশে চলে যায়। এতে কাজের গতি কমে আসে। ২০১২ সালে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের প্রকল্প নেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা এ প্রকল্পে অর্থায়ন করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English