রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

মেসিকে ‘ভাগে’ কিনতে চায় ম্যানসিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৬২ জন নিউজটি পড়েছেন

রেকর্ড ছয়টি ব্যালন ডি’অর জেতা আর্জেন্টিনা ফরোয়ার্ড লিওনেল মেসির ব্যাপারে দুটি বিষয় পরিষ্কার হওয়া গেছে। মেসি বার্সেলোনা ছাড়তে চান। মেসিকে দলে নিতে চায় প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। চুক্তি আটকে আছে শুধু বার্সার সঙ্গে মেসি কিংবা ম্যানসিটির সমঝোতার ওপর।

বার্সেলোনা মেসিকে ছাড়তে রাজি না। ওদিকে মেসি ক্যাম্প ন্যুতে থাকতে নারাজ। এ অবস্থায় বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসিকে দলে পেতে বড় একটা প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে ম্যানসিটি। মেসির সঙ্গে ভাগে পাঁচ বছরের চুক্তি করতে চায় পেপ গার্দিওয়ালারা। চুক্তিটি হবে ৫০০ মিলিয়ন ইউরোর।

প্রস্তুতি নেওয়া ওই চুক্তি অনুযায়ী, লিওনেল মেসি প্রথম তিন মৌসুম খেলবেন ম্যানচেস্টার সিটিতে। পরের দুই মৌসুম খেলবেন ম্যানসিটির অঙ্গ দল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের নিউ ইয়র্ক সিটিতে। দুই দল মিলেই মেসিকে দেবে ৫০০ মিলিয়ন ইউরো।

ইতালির ক্রীড়া সাংবাদিক টানস্রেডি পালমেরি টুইটে এর একটি ধারণা দিয়েছেন, চুক্তি সম্পন্ন হলে প্রতি মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি। পাঁচ মৌসুমে বেতন আসবে ২৫০ মিলিয়ন ইউরো। এরপর নিউ ইয়ার্ক সিটিতে দুই মৌসুমের জন্য যাওয়ার আগে বোনাস হিসেবে পাবেন ২৫০ মিলিয়ন ইউরো।

মেসির চুক্তি অবশ্য এখন আর বেতন বোনাসের শর্তে আটকে নেই। তার বার্সা ছাড়া ঝুলে গেছে রিলিজ ক্লজের ওপর। বার্সেলোনা মেসিকে ক্যাম্প ন্যুতে ধরে রাখার চেষ্টা করছে। এরই মধ্যে লা লিগা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ক্লাব ছাড়তে হলে নিয়ম অনুযায়ী, ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ শোধ করতে হবে। শেষ পর্যন্ত মেসির দলবদলের জল কতদূর গড়ায় সেটাই দেখার পালা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English