শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

মেসির গোলের পরও আর্জেন্টিনাকে আটকে দিল চিলি

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৭ জন নিউজটি পড়েছেন
বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন নিয়ে আজ কথা বলবেন মেসি

বার্সেলোনার হয়ে সারা মৌসুমজুড়ে গোল করেছেন। যদিও ক্লাবকে লা লিগা জেতাতে পারেননি লিওনেল মেসি। এবার স্বদেশ আর্জেন্টিনার জার্সিতেও গোল পেলেন ‘এলএম টেন’। কিন্তু, মেসির গোলের পরও আর্জেন্টিনাকে রুখে দিল চিলি।

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে গেল আর্জেন্টিনা। মেসিদের জিততে দিলেন না অ্যালেক্সিস সানচেজ। তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরায় চিলি।

ম্যাচের ২৩ মিনিটের মাথায় ভিএআর’র সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি উপহার দেন আর্জেন্টিনাকে। ২৪ মিনিটের মাথায় স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মেসি। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে।

যদিও খুব বেশিক্ষণ ব্যবধান বজায় রাখতে পারেনি আর্জেন্টিনা। ৩৬ মিনিটে গ্যারি মেদেলের পাস থেকে বল ধরে আর্জেন্টিনার জালে জড়িয়ে দেন সানচেজ। চিলি ম্যাচে ১-১ সমতা ফেরায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে মেসির ফ্রি-কিক সেভ করেন ব্র্যাভো। বিরতিতে ম্যাচের স্কোর-লাইন ছিল ১-১।

ম্যাচে চেষ্টায় ত্রুটি রাখেননি মেসি। দ্বিতীয়ার্ধে মুহহুমুর্হু আক্রমণে চিলিকে ব্যতিব্যস্ত করে রাখেন আর্জেন্তাইন কিংবদন্তি। তবে চিলির গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো দুর্ভেদ্য হয়ে ওঠেন। বিশেষ করে শেষ ১০ মিনিটে মেসির দুটি দুরন্ত আক্রমণ প্রতিহত করেন তিনি। তা ছাড়া ৮০ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া মেসির বাঁকানো ফ্রি-কিক শট পোস্টে প্রতিহত হয়ে ফিরে না এলে ম্যাচে জয় তুলে নিতে পারত আর্জেন্টিনা।

ম্যাচের বাকি সময়েও কোনও দলই প্রতিপক্ষের গোলমুখ খুলতে না পারায় সান্তিয়াগো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে খেলা শেষ হয় ১-১ সমতায়।

চিলির সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হলেও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আর্জেন্টিনা এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ব্রাজিল চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। ব্রাজিল আগামীকাল শনিবার ইকুয়েডরকে মোকাবিলা করবে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইকুয়েডর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English