স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে ১৬ বছর ধরে খেলছেন লিওনেল মেসি। এই লম্বা সময়ের মধ্যে বেশ কয়েকজন কোচের অধীনে খেলেছেন তিনি। এর মধ্যে ২ জন খেলোয়াড়ের অধীনে খেলে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন তিনি। এই ২ জন হলেন পেপ গার্দিওলা ও লুইস এনরিক। জর্দি এভোলের সঙ্গে এক সাক্ষাৎকারে সেরা কোচ হিসেবে এ দুজনের নাম নিয়েছেন মেসি। মেসি জানিয়েছেন তারা দুজন তাকে একজন পূর্ণাঙ্গ খেলোয়াড় হতে সহায়তা করেছে।
এ ব্যাপারে মেসি বলেন, ‘গার্দিওলা হলো একজন বিশেষ মানুষ। সে আপনাকে সব কিছু শুধু একটি পথে দেখাবে। কীভাবে সে ম্যাচের জন্য প্রস্তুতি নেয়, রক্ষণাত্মক হতে হবে, কীভাবে আক্রমণে যেতে হবে সব কিছু একটি পথে। সে আগেই বলে দেয় ম্যাচটি কীভাবে হবে। কীভাবে আক্রমণ করে ম্যাচ জিতে নিতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান ছিলাম গার্দিওলা ও লুইস এনরিকের অধীনে খেলে। কারণ তারা দুজনই হলেন সেরা। তারা আমাকে শারীরিক ও মানসিক দুভাবেই বেড়ে আরো পরিপক্ব হতে সহায়তা করেছেন। তাছাড়া ফুটবলের কৌশলও তাদের কাছ থেকে শিখেছি আমি।’
পেপ গার্দিওলা মেসির কোচের দায়িত্ব পালন করেছেন ২০০৮-০৯ মৌসুম থেকে ২০১১-১২ মৌসুম পর্যন্ত। আর তার সময়ে বার্সেলোনা মোট ১৪টি শিরোপা জয় করেছে। আর গার্দিওলা কোচ থাকা অবস্থায় মেসি ৩ বার ব্যালন ডি অরের শিরোপা, ২ বার ইউরোপিয়ান গোল্ডেন বুটের শিরোপা ও ২ বার পিচিচির শিরোপা জয় করেছে। অপরদিকে লুইস এনরিক পেপ গার্দিওলার চেয়ে ১ মৌসুম কম ছিলেন। তিনি বার্সার কোচের দায়িত্বে ছিলেন ২০১৪-১৫ মৌসুম থেকে ২০১৬-১৭ মৌসুম পর্যন্ত। তিনি কোচ থাকা অবস্থায় বার্সেলোনা মোট ৯টি শিরোপা জয় করে। আর এনরিক কোচ থাকা অবস্থায় মেসি ১ বার ব্যালন ডি অরের ট্রফি, ১ বার ইউরোপিয়ান গোল্ডেন বুটের শিরোপা ও ১ বার পিচিচির ট্রফি জয় করেছেন।
এদিকে এই সাক্ষাৎকারে মেসি তার বার্সা ছাড়ার ইচ্ছার বিষয়টি নিয়েও কথা বলেন। তবে মেসি এখন আর ওই বিষয়গুলোর ওপর নজর দিতে চান না বলে জানিয়েছেন। এখন তার নজর হলো কীভাবে বার্সাকে নিয়ে এগিয়ে যাওয়া যায় এবং শিরোপা জয় করা যায়। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি এখন ভালো আছি। এটি সত্যি যে, গত গ্রীষ্মে আমার খুবই খারাপ সময় গেছে। এটা আগে থেকে এসেছে। গত গ্রীষ্মের আগে কী হয়েছে। যেভাবে মৌসুমটি শেষ হয়েছিল। তারপর বুরোফ্যাক্স। সব মিলিয়ে খারাপ গেছে সময়টা। আর ওই খারাপ সময়টা এই মৌসুমের শুরুতেই আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন আমি বেশ ভালো আছি।’