লিওনেল মেসি যদি চলে যান তাহলে বার্সেলোনার লাভ হবে। বার্সেলোনার পরিচালনা পর্ষদের একটি অংশ এমনটিই মনে করছে।
মহামারী করোনাভাইরাসের কারণে ৩০০ মিলিয়ন ইউরো ক্ষতির মুখে পড়েছে স্প্যানিশ ক্লাবটি। বার্সেলোনার ওই অংশটির ধারণা মেসিকে চড়া দামে বিক্রি করে এ ক্ষতি পোষানো সম্ভব।
শুধু তাই নয়, মেসি যদি বিনামূল্যে দলবদল করেন তাতেও খুশি বার্সেলোনা পরিচালনা পর্ষদের ওই অংশটি। তাদের ভাবনা মেসি চলে গেলে বেতন-বোনাসসহ বছরে মেসির পেছনে ক্লাবের খরচ হওয়া প্রায় ১২০ মিলিয়ন ইউরো বেঁচে যাবে।
লিওনেল মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ, ইভান রাকিতিচ, আরতুরো ভিদাল ও উমতিতিকে ছেড়ে দিলে বছরে ২২০ মিলিয়ন ইউরো বেঁচে যাবে স্পেনের এ ঐতিহ্যবাহী ক্লাবটির।