মেহেরপুর জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মেহেরপুর আনসারের সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মো. রাকিবুল ইসলাম বলেন, মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার জন্য ৪ জন করে অস্ত্রধারী আনসার মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তার জন্য ৪ জন অস্ত্রধারী আসনার সদস্য মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।