মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

মেয়েকে হত্যায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিশু হেলেনা হত্যা মামলায় সৎ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহা. বজলুর রহমান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের হাসমত ডাক্তারের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের হাজেরা বেগমের বাড়িতে স্বামী জাহাঙ্গীর ঘরজামাই থাকত। ২০১৪ সালের ২২ এপ্রিল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে ঝগড়া হয়।

পরদিন গভীর রাতে জাহাঙ্গীর তার সৎ মেয়ে হেলেনাকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে হত্যা করে লাশ বাড়ির পাশে পুকুরে ফেলে পালিয়ে যায়। পরদিন সকালে গ্রামের একটি পুকুরে জাল ফেললে হেলেনার মৃতদেহ উঠে আসে।

শিশু হেলেনার মা হাজেরা বেগম বাদী হয়ে একজনকে আসামি করে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা থানার এসআই আফজাল হোসেন ২০১৪ সালের ১২ নভেম্বর একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English