বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ছোবলে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট অধিনস্ত জাহাজ সমূহের তত্বাবধানে বুধবার (২৮ এপ্রিল) সকালে মোংলার দিগরাজ এলাকায় স্থানীয় গরিব ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি, সেমাই ও লবন।
সরকার ঘোষিত কোভিড-১৯ শর্তাবলী মেনে সামাজিক দুরত্ব মেনে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। চলমান করোনা মহামারীতে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে এ মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা যায়।