করোনার সংক্রমণের উর্ধ্বগতিতে কঠোর লকডাউনের প্রথম দিনে মোংলা পৌর শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের পক্ষ থেকে চেক পোস্ট বসানো হয়েছে। এছাড়াও করোনার ঝুঁকিরোধে জরুরী প্রয়োজনে বাইরে আসা জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতা মুলক কার্যক্রম অব্যাহত রেখেছে পুলিশ সদস্যরা।
বুধবার (১৪ এপ্রিল) কঠোর লকডাউনের প্রথম দিনে অপ্রয়োজনে মোটর সাইকেলসহ বাইরে আসার অপরাধে কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কঠোর লকডাউন বাস্তবায়নে মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।