বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্র জনগণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার পক্ষ থেকে নৌ ঘাঁটি মংলা কর্তৃক বাজুয়া, বানিয়াশান্তা ও তৎসংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বর্নিত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, আটা ও লবণ।
এছাড়া কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর পক্ষ হতে নৌবাহিনী জাহাজ বা নৌ জা বরকত ও বা নৌ জা তিস্তা খালিশপুর এলাকায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে।
খুলনা অঞ্চলে করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। উলেখ্য, গত বছর করোনা মহামারির সময় সরকার ঘোষিত লকডাউনকালীন সময়ে নৌবাহিনী বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম এর পাশাপাশি ত্রাণ বিতরণ পরিচালনা করেছিল। বর্তমান লকডাউনেও নৌবাহিনী কর্মহীন ও অসহায় জনগণের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।