ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। এ সময় বক্তারা মোদিকে ‘উগ্র সাম্প্রদায়িক নেতা’ অভিহিত করেন। তাকে ভারতে ‘সাম্প্রদায়িক দাঙ্গার হোতা’ বলেও মন্তব্য করা হয় সমাবেশ থেকে।
বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর তোপখানায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা শেষে একটি ‘কালো পতাকা মিছিল’ মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য আবদুল্লাহ আল কাফি রতন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোটের সাবেক সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। কর্মসূচিতে অংশ নেন বাসদ, সিপিবি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু ভারতে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় মোদির সমর্থন থাকার অভিযোগ তুলে তার এ সফর বাতিলের দাবিতে কর্মসূচি পালন করছে বাম সংগঠনগুলোর পাশাপাশি হেফাজতে ইসলামসহ ধর্মীয় কয়েকটি সংগঠন।