শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ম্যাসেঞ্জারে চ্যাটিং -এর সময় ফোনের স্ক্রিন দেখানো যাবে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

নতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুক লিখিত আলাপনের অ্যাপ মেসেঞ্জার। অ্যাপটিতে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে ৮ জনকে একসঙ্গে ফোনের স্ক্রিন দেখানো যাবে। এছাড়া ম্যাসেঞ্জার রুমে ১৬ জনের কাছে স্ক্রিন শেয়ার করা যাবে।

অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা নতুন এক আপডেটে এই সুবিধা পাবেন। স্ক্রিন শেয়ারের জন্য ম্যাসেঞ্জারের সর্বশেষ সংস্করণটি ইন্সটল করতে হবে।

মেসেঞ্জারের পক্ষ থেকে জানা গেছে, ভিডিও কল চালুর পর সোয়াইপ আপ করে কল অপশন আনতে হবে। এরপর share your screen এ গিয়ে start sharing ক্লিক করতে হবে। এতে start broadcast লেখাটি ভেসে উঠলে যা দেখাতে চান তা নেভিগেট করে বের করতে হবে। দেখানো শেষ হলে কলে ফিরে ব্রডকাস্ট বন্ধ করতে হবে।

ফিচারটির মাধ্যমে ছবি স্ক্রল করে দেখানো যাবে। এছাড়া একইসঙ্গে অনলাইন শপিং ও সোশ্যাল মিডিয়ার পোস্টও একত্রে দেখা যাবে। জানা গেছে, এই সুবিধা অচিরেই ৫০ জনকে একসঙ্গে ফোনের স্ক্রিন দেখানো যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English