আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, ততদিন দেশ পাকিস্তান হতে দেবে না। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন বাংলাদেশ নিরাপদ।
শনিবার দুপুরে পাবনা জেলার ঈশ্বরদী শহরের ঈমান কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগ আয়োজিত পাবনা-৪ আসনের সংসদ সদস্য প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর স্মরণসভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পাবনা জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহিম লালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম ফারুক পিন্সের পরিচালনায় বক্তব্য দেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অঞ্জণ চৌধুরী পিন্টু, বিশেষ অতিথি হিসেবে পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা আসনের সংসদ সদস্য ফিরোজ কবির প্রমুখ।