বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন

‘যাঁর সঙ্গেই কাজ হবে, তাঁর সঙ্গেই বিয়ে দেবে মানুষ?’

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪০ জন নিউজটি পড়েছেন
‘যাঁর সঙ্গেই কাজ হবে, তাঁর সঙ্গেই বিয়ে দেবে মানুষ?’

প্রযোজক ও ব্যবসার অংশীদার সাকিব সনেটকে বিয়ে করে দিব্যি সংসার করছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। কিছুদিন ধরেই চলচ্চিত্রপাড়ায় এমন গুঞ্জন। সত্যতা জানতে শুক্রবার বিকেলে ববির সঙ্গে যোগাযোগ করা হলে হেসে পাল্টে প্রশ্ন করেন, ‘কেন পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গেও তো আমার বিয়ের কানাঘুষা হয়েছিল, জানেন না?’

এরপর তিনি বলেন, ‘এই করোনাকালে এমন গুঞ্জন, গুজব উঠবে বুঝিনি। তার মানে, যাঁর সঙ্গেই কাজ হবে, তাঁর সঙ্গেই বিয়ে দেবে মানুষ? এ কেমন কথা? বাবা মারা যাওয়ার পর মাসহ সবাই এখন অস্ট্রেলিয়ায়। একমাত্র আমিই ঢাকাতে। একা থাকি বলে বিয়ে করে ফেলতে বলেছিলেন মা। এখন দেখছি মায়ের কথা শোনাই ঠিক ছিল। অযথা এসব গুজব আর ভালো লাগে না।’

কিন্তু এই গুঞ্জনের নেপথ্যে কারণ কী? তিনি মনে করেন, যেহেতু সনেট নোলক ছবির প্রযোজক আর মুক্তির আগে ছবিটি নিয়ে ঝামেলা হয়েছিল বলে প্রচারে বেশি সময় দিয়েছিলেন ববি। ‘প্রচারে বেশি সময় দেওয়া ও সনেটের সঙ্গে রেস্তোরাঁ ব্যবসা করার কারণেই অনেকে এই বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ সনেটের সঙ্গে অনেক আগে থেকেই আমাদের পারিবারিক সম্পর্ক।’

এই করোনাকালে ঢাকার চলচ্চিত্রে সহকর্মীরা অনেক আগে কাজে নেমে পড়েছেন। অথচ প্রায় দেড় বছর হয়ে গেল, এখনো কাজ শুরু করেননি ববি। সবশেষ গত বছরের জানুয়ারি মাসের মাঝামাঝিতে আকবর—ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ছবির একটি গানের শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী।

দীর্ঘদিন কাজে না ফেরাতেই গুঞ্জনকে সত্যি মনে করছেন অনেকে। এ ব্যাপারে ববির বক্তব্য, ‘এই সময়ের মধ্যে বেশ কিছু কাজের প্রস্তাব ছিল। কিন্তু পছন্দ না হওয়াতে করিনি। আগে যেসব কাজ করেছি, সেই মানের মতো না হলে কাজ করব না। কয়েকটি দীর্ঘ ওয়েব সিরিজের প্রস্তাব ছিল, করিনি। দীর্ঘ সিরিজ করবও না। বড় কথা, গত দেড় বছরে সিনেমা নির্মাণ ব্যাপক হারে কমেছে।’

গুঞ্জনকে তাহলে সত্যি রূপ দেবেন কবে?—এই প্রশ্নের উত্তরে ঢালিউডের এই নায়িকা বলেন, ‘বিয়ে নিয়ে আলাদা কোনো ভাবনা আমার নেই। কখনো যদি হয়, হবে। আবার এমনও হতে পারে, কখনো বিয়েই করলাম না।’

ঈদের পরপরই কাজে নামার ইঙ্গিত দিলেন ববি। জানান ‘ময়ূরপঙ্খী’ ও ‘হেডলাইন’ নামে দুটি ওয়েব সিরিজের কাজ করার কথা আছে। বলেন, ‘কাজ দুটি নিয়ে কথাবার্তা মোটামুটি চূড়ান্ত হয়ে আছে। এখন ঈদের পর পরিস্থিতি কী হয় দেখা যাক।’ তার আগে চলতি বছরের প্রথম দিকে রণযোদ্ধা নামের একটি বড় বাজেটের সিনেমায় কাজের কথা ছিল।

সাতজন পরিচালক মিলে ছবিটি নির্মাণ করবেন। সেই কাজেরও খবর নেই। এ ব্যাপারে ববি বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের ছবি। অনেক বড় ইউনিটের কাজ। ঢাকার বাইরে শুটিং হবে। কিন্তু করোনার কারণে সেই সুযোগই তো হচ্ছে না। বারবার শিডিউল পেছাচ্ছে। এখন এই পরিস্থিতির উন্নতি না হলে কবে কাজ শুরু করা যাবে, তা–ও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’ তবে তিনি জানান, কাজ শুরু করার সব প্রস্তুতিই নেওয়া আছে। পরিস্থিতি ভালো হলেই শুটিং শুরু হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English