সারা দেশে শৈত্যপ্রবাহের উন্নতি হয়েছে। বাড়ছে তাপমাত্রা। সেই সঙ্গে আভাস রয়েছে বজ্রসহ বৃষ্টি পাতেরও। আগামী ৪ দিনের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
অন্যদিকে শনিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে- দেশের পশ্চিমাংশে হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।