মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে নির্বাচনী সংঘর্ষে জড়াল আ.লীগ–বিএনপি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

ঢাকা-৫ আসনের উপনির্বাচনের আগে সংঘর্ষে জড়ালেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকেরা। বুধবার যাত্রাবাড়ীতে এই সংঘর্ষ হয়।

বুধবার যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ফটকে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের পূর্বঘোষিত নির্বাচনী পথসভা ছিল। বেলা সোয়া একটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের শেষ পর্যায়ে শহীদ ফারুক সড়ক থেকে আওয়ামী লীগের প্রার্থীর একদল সমর্থক লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে পথসভায় হামলা চালান বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী। বিএনপির দাবি, হামলায় যাত্রাবাড়ী থানা ছাত্রদলের রফিকুল ইসলাম, সুমন নাথ সরকার, আদনান, প্রান্ত, আসিফ, নজরুল, আল আমিনসহ ১৫ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ​ হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা পাল্টা ইটপাটকেল ছোড়েন। এতে আওয়ামী লীগের সাত-আটজন আহত হন। পরে বিএনপির প্রার্থীর সমর্থকেরা একটি বড় মিছিল নিয়ে ফারুক সড়ক হয়ে যাত্রাবাড়ী মোড়ের দিকে যান। পথে ফারুক সড়কের একটি বাড়ি থেকে মিছিলে ইটপাটকেল ছুড়লে কয়েকজন মাথায় আঘাত পান।

আওয়ামী লীগের দাবি, বিএনপির মিছিল থেকে ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের নির্বাচনী কার্যালয় লক্ষ‌্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফ হোসেন, সাবেক সভাপতি ফকরুল ইসলাম, যুবলীগের কর্মী জীবন, শেখ রুমান, জুয়েল হাওলাদার, জাকির হাওলাদার, কাওছার আহমেদসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান মহানগর দক্ষিণ যুবলীগের নেতা এমদাদুল হক।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ঢাকা-৫ আসনে নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলামের জন্য কাজ করছি। বিএনপির প্রার্থীর সমর্থকেরা অতর্কিতে যুবলীগের নির্বাচনী ক‌্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’

আর আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম বলেন, ‘সংঘর্ষ কেন হয়েছে, আমি জানি না। শুনেছি আমাদের দলের কিছু নেতা-কর্মী মিছিল নিয়ে গেলে সেখানে দুই পক্ষের মধ্যে ঢিলাঢিলি হয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন, সালাহউদ্দিন সাহেবের (বিএনপির প্রার্থী) কেউ আহত হয়েছে কি না জানি না।’

এই সরকার দেশের জন্য বিপর্যয়: মোশাররফ
সংঘর্ষের আগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফটকে দলীয় প্রার্থীর নির্বাচনী পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই সরকার বাংলাদেশের জন্য একটি বিপর্যয়। আজকে এমন একটি সময়ে আমরা এই নির্বাচনের মুখোমুখি হচ্ছি, যখন বাংলাদেশের ওপর দিয়ে দুটি মহামারি চলছে। একটি হলো আওয়ামী দুর্যোগ, আরেকটি করোনা দুর্যোগ।’

বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘১৭ তারিখ কেন্দ্রে কেন্দ্রে আমি যাব, নিজে থাকব। কোনো উসকানিমূলক কর্মকাণ্ড হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমাদের কোনো পোলিং এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টা করলে জনগণকে নিয়ে ডেমরা-যাত্রাবাড়ীর সব রাস্তা অবরোধ করে এখান থেকে সরকার পতনের আন্দোলন শুরু করব।’

পথসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা মো. শাহজাহান, ফজলুল হক, হাবিব-উন-নবী খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English