মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

যুক্তরাজ্যফেরত ৪২ যাত্রীর কোয়ারেন্টাইনে যেতে হট্টগোল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

যুক্তরাজ্য থেকে একজন শিশু সহ মাত্র ৪২ জন যাত্রী নিয়ে সিলেটে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে বিজি-২০২ ফ্লাইটে আসা যাত্রীদের হোটেল হলিগেইটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন ও প্রয়োজনীয় চেকআপ শেষে বিকাল ৩ টার দিকে যাত্রীদের বিআরটিসি বাসযোগে দরগা গেইটস্থ হোটেল হলিগেইট ও স্টার প্যাসিফিক হোটেলে পাঠানো হয় পুলিশ প্রহরায়। সেখানে তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন নিজ খরচে। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে এই পদক্ষেপ নেয়া হয়।

সূত্রমতে, ড্রিম লাইনার ৭৮৭৯ বিমানের যাত্রী ধারণ ক্ষমতা ছিল ২৯৮। এর মধ্যে মাত্র ৪২ যাত্রী সিলেটে এসেছেন। এ সময় ওসামানী বিমানবন্দরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসবাহ উদ্দিনও উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও ১ জানুয়ারি থেকে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশনা দেয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু সোমবার যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসা যাত্রীদের অনেকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে আপত্তি জানিয়ে হট্টগোল করেন। এসময় কেউ কেউ পুলিশের বাধা অমান্য করে বেড়িয়ে পড়তে চান। কেউ কেউ বাইরে এসে সিগারেট খাওয়া নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে উদ্ধত্বপূর্ণ আচরণ করেন। তাদের মধ্যে অনেকে আবার হোটেলে যেতেও অস্বীকৃতি জানান। ফটো সাংবাদিকরা ঐ সময় দৃশ্য ধারণ করতে গেলে তাদের উদ্দেশ্যে অনেক প্রবাসী কুরুচিপূর্ণ মন্তব্য করেন। অবশ্য এক পর্যায়ে বিমানবন্দর থেকে তাদের বুঝিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিলেট নগরীর দরগাহ গেটেস্থ দুইটি হোটেলে নিয়ে আসেন। এ

এসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট-অঞ্চলের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল সোমবার সন্ধ্যায় জানান, তিনিও ঐ সময় ওসমানী বিমানবন্দরে উপস্থিত থেকে সবাইকে বুঝিয়ে হোটেলে নিয়ে আসলেও কয়েকজন এখনো বেকে আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার। তিনি বলেন, এমন নিয়ম বহির্বিশ্বেও রয়েছে। যা যাত্রীদেরও অনুসরণ করতে হবে।

তিনি জানান, তবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে স্বাস্থ্য বিধি মোতাবেক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন।

এর আগে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট সোমবার বেলা ১২টা ২৫ মিনিটের দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যের লন্ডন থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সিদ্ধান্তের পর সিলেটে এটিই প্রথম ফ্লাইট। এই ফ্লাইটে আসা ৪৮ যাত্রীর মধ্যে ৪২ জনই সিলেটের। তাদের মধ্যে একজন শিশু রয়েছে।

এদিকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে নির্দেশনা আসায় এই ফ্লাইটের ১৫২ জন যাত্রী তাদের টিকিট বাতিল করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

অন্যদিকে দীর্ঘদিন পর দেশে আসলেও করোনা পরিস্থিতিতে স্বজনদের সাথে দেখা করতে পারছে না প্রবাস ফেরত যাত্রীরা। তবুও স্বজনরা সবার স্বার্থে সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English