বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম মানবতার কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো দুর্যোগ ও ক্রান্তিকালে মানুষের কষ্ট লাঘবে সব সময় পাশে আছে জামায়াত।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল ও ধানমন্ডি এলাকায় সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আজ দেশের বিভিন্ন এলাকায় মানুষ নানাবিধ কষ্টে দিন পার করছেন। এসব মানুষের কল্যাণে এই শীতের মধ্যে সীমিত সামর্থ সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। একইসাথে তিনি সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদের শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
ধানমন্ডি দক্ষিণ থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও থানা আমীর অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য শেখ শরিফ উদ্দিন আহমেদ, ধানমন্ডি দক্ষিণ থানা সেক্রেটারি এম আই শাহীন, থানা কর্মপরিষদ সদস্য শেখ মিজান, খন্দকার মিজানুর রহমান ও আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মতিঝিল থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও মতিঝিল থানা আমীর সৈয়দ সিরাজুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন, মতিঝিল থানা কর্মপরিষদ সদস্য শামসুল বারী, নুর উদ্দিন, ইমাম হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।