শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

যে রাজনীতিতে জনগণের কল্যাণ নেই, তা কেউ করতে পারে না : চরমোনাই পীর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, রাজনীতি জনগণের কল্যাণের জন্য। যে রাজনীতিতে দেশ, ইসলাম ও মানবতার কল্যাণ নেই তা কেউ করতে পারে না। প্রচলিত রাজনীতির ধারক বাহকরা নিজেদের আখের গোছাতেই রাজনীতি করছে। ফলে সর্বত্র দুর্নীতি ব্যাপক আকার ধারণ করছে। এমনকি মানুষ অসুস্থ্য হলে চিকিৎসা সেবা নিয়েও চরম দুর্নীতি, স্বাস্থ্যখাতে দুর্নীতি, ওষুধ নিয়ে দুর্নীতি, যা কোনক্রমেই মেনে নেয়া যায় না।

চরমোনাই পীর বলেন, এসব থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর ইসলাম প্রতিষ্ঠা ছাড়া জবাবদিহিমূলক সরকার কখনো প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি সকলকে ইসলামের সুমহান আদর্শের পতাকাতলে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান জানান।

মঙ্গলবার এক বিবৃতিতে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।
তিনি বন্যায় পানিবন্দী মানুষের সেবায় দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বন্যায় দুর্গত অসহায় মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। এ মুহুর্তে এসব অসহায়দের পাশে দাড়ানো মানবিক দায়িত্ব ও কর্তব্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English