বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

রংপুরে করোনায় মৃত্যুর রেকর্ড

জৈষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৫৩ জন নিউজটি পড়েছেন
দেড় মাস পর দেড়শর নিচে নামলো করোনায় মৃত্যু

রংপুর বিভাগে করোনায় মৃত্যুর সব রেকর্ড ভঙ্গে গেছে। গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরে ৬ জন, দিনাজপুরে ৫, গাইবান্ধায় ৩, কুড়িগ্রামে ২, ঠাকুরগাঁওয়ে ২, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলার ১ জন করে রয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৩ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭৪৮ জনের দেহে। এ নিয়ে গেল দশ দিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ১৩৪ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের ১৫৭, দিনাজপুরের ১০৯, রংপুরের ১০৬, পঞ্চগড়ের ৯৮, কুড়িগ্রামের ৯০, নীলফামারীর ৮৮, গাইবান্ধার ৬৪ ও লালমনিরহাট জেলার ৩৬ জন রয়েছে। বিভাগে শনাক্তের হার ৩৪ দশমিক ৮৪ শতাংশ। এ পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করে ৩২ হাজার ৭১৬ জনের দেহে শনাক্ত হয়েছে।

দিনাজপুর জেলার ২২৩ জন, রংপুরে ১২৯, ঠাকুরগাঁওয়ে ১১৭, নীলফামারীর ৪৫, লালমনিরহাটে ৪৩, কুড়িগ্রামে ৩৪, গাইবান্ধায় ৩২ ও পঞ্চগড়ে ৩০ জন এপর্যন্ত মৃত্যুর বরণ করেছেন । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২৮ জন।
বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, এই পরিস্থিতি থেকে উত্তেরণের উপায় হচ্ছে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English