অন্যের পরীক্ষা দিতে এসে ২ ভুয়া চাকরি প্রার্থী পরীক্ষার্থীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে জন্য অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে।
ভুয়া পরীক্ষার্থীরা হলেন মো: শহীদুল্লাহ ও ওসমান আলী। শহীদুল্লাহর বাড়ি জামালপুরে ও ওসমানী আলীর বাড়ি ফরিদপুরে। শুক্রবার নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও মো: রাহাত বিন কুতুব ঐ ভুয়া পরীক্ষার্থী ২ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।