শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

রক্ত বেচা কি জায়েজ?

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৬৯ জন নিউজটি পড়েছেন
৭ খাবার খান, উচ্চ রক্তচাপ কমান

মোস্তফা এলাহী, বাকেরগঞ্জ, বরিশাল

প্রশ্ন : রক্ত বেচাকেনার বিধান কী?

উত্তর : অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কারও রক্তের প্রয়োজন হলে স্বেচ্ছায় তাকে রক্ত দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই। রক্ত বেচা জায়েজ নেই। তবে স্বেচ্ছায় রক্ত দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া না গেলে একান্ত অপারগতার কারণে রক্ত কেনা জায়েজ আছে। তবে কোনো অবস্থায় বেচা জায়েজ নেই।

তথ্যসূত্র : জাওয়াহিরুল ফিকাহ, খণ্ড-২, পৃষ্ঠা-২৩, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৬, পৃষ্ঠা-২১৩।

সুলতান আহমদ, বাহরাইন

প্রশ্ন : আমরা জানি ঘরে প্রবেশের সময় ঘরের লোকদের সালাম দিতে হয়। যদি ঘরে কেউ না থাকে, তাহলে কীভাবে সালাম দেব?

উত্তর : সালাম শুধু সাক্ষাতের জন্যই নয়, বরং এটি একটি দোয়া। তাই ঘরে প্রবেশের সময় ঘরে যারা আছেন তাদের সালাম দেবেন। যদি ঘরে কেউ না থাকে, এভাবে সালাম দেবেন-

‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন’ অর্থ : আমাদের প্রতি ও আল্লাহর নেক বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক।

তথ্যসূত্র : ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড-৫, পৃষ্ঠা-৩২৫, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৬, পৃষ্ঠা-১১৭।

উত্তর দিয়েছেন

মুফতি ইমরানুল বারী সিরাজী

খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English