বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

রাইড শেয়ারিং বন্ধে মোটরসাইকেল চালকদের মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
লকডাউনে বাড়ছে রাইডার, কমছে আয়

রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার প্রতিবাদে মিছিল করছেন মোটরসাইকেল চালকরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে সড়ক পরিবহন কর্তৃপক্ষর (বিআরটিএ) নির্দেশনার প্রতিবাদে এ মিছিল করেন তারা। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী থেকে প্রেসক্লাবের দিকে যায়। জানা গেছে, মোটরসাইকেল চালকরা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবেন।

সম্প্রতি করোনার সংক্রমণ রোধে ১৮টি নির্দেশনা দেয় সরকার। এর আলোকে গণপরিবহনে ৫০ শতাংশ আসন খালি রেখে যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী দুই সপ্তাহের জন্য মোটরসাইকেলের রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার নির্দেশনা দেয় বিআরটিএ।

বুধবার (৩১ মার্চ) বিআরটিএ’র উপপরিচালক (প্রকৌশল শাখা) বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হলো। এর আগে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেয় বিআরটিএ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English