রাজধানীর ওয়ারী এলাকায় ৩ প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। র্যাব বলছে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নিম্নমানের বয়লার উৎপাদন ও মজুদ এবং বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়। এছাড়া ৭টি প্রতিষ্ঠানকে ২২ লাখ ৭৫ হাজার টাকা জরিমাণা করা হয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গতকাল সোমবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর ওয়ারী থানা এলাকায় বিএসটিআই ও র্যাব-১০ সার্বিক তত্বাবধানে গত রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নিম্নমানের বয়লার ও নকল এরাল্ডাইট গ্লু উৎপাদন, মজুদ এবং বিক্রি করায় ৭টি প্রতিষ্ঠানকে নগদ ২২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও একজনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও প্রায় ৫২ লাখ টাকা মূল্যের ৪৫০ কয়েল অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ৫৫০ পিস ভালভ ও ১২১ পিস বয়লার জব্দ করাসহ ৩টি কারখানা সিলগালা করা হয়।